“বাগেরহাটে ২২ বছর পরে বেরিবাঁধ সংস্কার কাজ শুরু”
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট –
দীর্ঘ ২২ বছর পরে বাগেরহাটের ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত বেরিবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাতছালা এলাকা থেকে এই সংস্কার কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ।
এসময়, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার সস্তিক, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ গন্যমান্য
ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
নাজিরপুর উপ প্রকল্পের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত
তিন কিলোমিটার বাঁধ সংস্কার করা হবে। দীর্ঘদিন পরে সংস্কার কাজ শুরু হওয়ায়
সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
চরগ্রাম এলাকার ব্যবসায়ী খোকন শেখ বলেন, দীর্ঘ ২২ বছর ধরে নদীর জোয়ার ভাটার
উপর নির্ভর করে আমাদের জীবন-যাপন করতে হত। জোয়ারের পানিতে প্লাবিত হত
আমাদের বাড়িঘর। অনেক সময় কৃষি ক্ষেত এবং গবাদী পশুও ক্ষতিগ্রস্থ হত আমাদের।
বাঁধ নির্মান হলে অনাকাঙ্খিত পানির হাত থেকে রক্ষা পাব আমরা।
মারুফ হোসেন বলেন, বাঁধ না থাকায় যখন তখন লবন পানি উঠে আমাদের ফসল নষ্ট
হয়ে যেত। ঘের ও পুকুরের মাছ ভেসে যেত। এই বাঁধ হলে বর্ষা মৌসুম ও ভরা জোয়ারের পানি থেকে আমরা রক্ষা পাব। এই এলাকার মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পানির উচ্চতা নির্ধারণ করে এই বাঁধ নির্মান করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাঁধ নির্মান কাজ
সম্পন্ন করা হবে। এই বাঁধের ফলে বেমরতা ও গোটাপাড়া ইউনিয়নের ৪টি গ্রামের মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘব হবে বলে দাবি করেন তিনি।
‘মোংলায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার’
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট –
মোংলায় নদীতে মাছ শিকারে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে বশিরের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কানাইনগর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার পশুর নদীর এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে বশির। বশির উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ তৈয়ব আলি শেখের ছেলে।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সকালে কানাইনগর এলাকায় উদ্ধার হওয়া লাশ নিখোঁজ জেলের কিনা, তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।