সন্দ্বীপের শান্ত পরিবেশকে অশান্ত করা যাবে না, প্রধানমন্ত্রীর বার্তা মানে আমাদের জন্য আইন – এমপি মিতা


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন / ৮১
সন্দ্বীপের শান্ত পরিবেশকে অশান্ত করা যাবে না, প্রধানমন্ত্রীর বার্তা মানে আমাদের জন্য আইন – এমপি মিতা

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২৮০ সন্দ্বীপ – ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে টানা তৃতীয় বারের মতো হ্যাট্টিক বিজয়  হয়ে  গত  ১০ জানুয়ারি  শপথ  শেষে  করে গতকাল ১৬ জানুয়ারী দুপুর ২ ঘটিকায় নিজ নির্বাচনী এলাকায়   আগমন উপলক্ষে সন্দ্বীপ গুপ্তছড়া নৌ -ঘাটে   সন্দ্বীপের সর্বস্তরের নেতাকর্মীরা  ফুলেল শুভেচছা জানাতে  আসে। সেখানে  জনসমুদ্রে পরিনত হয়। এক পর্যায়ে  সন্দ্বীপবাসির  উদ্দেশ্যে মাহফুজুর রহমান মিতা এমপি  বলেন  সর্ব প্রথমে আমি  মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাতৃতুল্যা মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রতি তিনি আমাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সর্বস্তরের  তৃণমূলের নেতা-কর্মীরা সবাই  আমাকে বিপুল ভোটে বিজয় করেছেন।

নির্বাচন হয়েছে  জয় পরাজয় থাকবে, আমরা  সবাই  মিলে একসাথে কাজ করতে হবে। ভুলে গেলে চলবেনা কারণ আমরা সবাই  সন্দ্বীপ্পা। একে অপরের স্বজন। আর কেউ যদি কোন অপরাধ করে  সে দায়ীভার আমি ও উপজেলা আওয়ামী লীগ  নেবেনা। আর আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে  সেগুলো  প্রশাসনিক ভাবে আমরা ব্যবস্হা নেব। কিন্তু কেউ অন্যায় করলে সে  দায়ী-দায়িত্ব আপনাকে বহন করতে হবে।  তিনি আরো বলেন জনগন আমাকে মেনডেড দিয়েছে  শান্তির জন্য  আমি সে শান্তি কে অশান্ত করতে দেব না।আপনারা  জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ইতিমধ্যে  বার্তা দিয়েছে  কোন হানাহানি হিংসা বিদ্বেষমূলক আচরণ করা যাবেনা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে  প্রধানমন্ত্রীর বার্তা মানে আমাদের জন্য আইন। আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধ সন্দ্বীপ স্মার্ট সন্দ্বীপ বিনির্মানে এগিয়ে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন  সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ সিদ্দিকুর রহমান,  সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন চেয়ারম্যান  পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপের আপামর-জনসাধারণ।