বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ভেড়া ও হাঁস বিতরণ


প্রকাশের সময় : মে ২৭, ২০২৩, ৪:০০ অপরাহ্ন / ১১১৫
বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ভেড়া ও হাঁস বিতরণ
রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী
সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বি-ধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার চালুয়বাড়ী, কাজলা, কর্ণিবাড়ী ও বোহাইল ইউনিয়নের ৩৪ জনকে তিনটি করে মোট ১০২ টি ভেড়া এবং ফুলবাড়ী, নারচী, হাটশেরপুর, ভেলবাড়ী, কর্ণিবাড়ী, কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা ইউনিয়ন ও সারিয়াকান্দি পৌরসভার ১৫০ জন সুবিধাভেগীকে ১টি ঘর সহ ২০ টি করে মোট ৩০০০ হাঁস বিতরণ করা হয়েছে।
২৭ মে (শনিবার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের মাঝে ভেড়া ও হাঁস বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
এসময় সুবিধাভোগীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তমাল মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পূজা রাণী কুন্ডু, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ।