নিহত রবিউলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন / ১৩২
নিহত রবিউলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট

বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম ওরফে টুকলুর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে এ লাশ হস্তান্তর করা হয়।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভারতের পুলিশ ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ বিএসএফ-এর মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে। লাশ গ্রহণের পর তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় রোববার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, রোববার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।