ছয়টিতে পরোয়ানা, একটিতে সাজা—অবশেষে পুলিশের হাতে গ্রেফতার আসামী


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন / ২৭
ছয়টিতে পরোয়ানা, একটিতে সাজা—অবশেষে পুলিশের হাতে গ্রেফতার আসামী

নাজমুল হক, নওগাঁঃ

সাতটি(৭) জি,আর, মামলা মাথায় নিয়ে দীর্ঘ পাঁচ(৫) বছর পালিয়ে থেকে অবশেষে মহাদেবপুর থানা পুলিশের হাতে মোঃ সোহেল রানা (২৮) নামে এক পলাতক আসামি ধরা পড়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) মহাদেবপুর উপজেলার চকরাজা এলাকা থেকে ধরা পড়ে ওই আসামি। 
মোঃ সোহেল রানা উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের চক রাজা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোঃ সোহেল রানার বিরুদ্ধে মহাদেবপুর থানায় ছয়টি (৬) জি,আর মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া অপর একটি জি,আর মামলায় সাজা ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে। ছয়টি(৬) মামলায় সে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার, নওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমীন বলেন,  চক রাজা থেকে সোহেল রানা নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার করা ওই আসামির দীর্ঘ পাঁচ(৫) বছর যাবত পলাতক ছিলো তার বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে।