মাছ বেছা হিসাব কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫জন ।


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন / ১৬
মাছ বেছা হিসাব কে  কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত  ৫জন ।

স্টাফ রিপোর্টার মোঃ নূর হোসেন রিপন আজ বুধবার রাত সময় ১১ টা ২৪/০৪/২০২৪ ইং মাছ বেছা হিসাব কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ৪ নং ইছাপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড, রাখাপুর হোনার বাড়ি, এই ঘটনাটি ঘটে , এমন অবস্থা আহত হন প্রথম পক্ষ ১। মোঃ মনির হোসেন বয়স ৪০ বছর পিতা আঃ গফুর ২। স্ত্রী ছালমা ৩৫বছর ৩।হালিমা বেগম ৫৫বছর শাশুরী শামী আব্দুল মান্নান, ৪। মেয়ে মরিয়াম আক্তার বয়স( ১৪) ৫।রুবি বেগম (৩৫) বয়স, ইমাম হোসেন ২ম পক্ষ :১।মোঃ ইকবাল হোসেন, পিতা, আবুল হোসেন ২।সাকিল হোসেন পিতা :আবুল কালাম, ৩। মোঃ রুবেল পিতা: মুসলিম , ৪। সবুজ পিতা: আবুল কালাম, ৫। মোঃ কবির হোসেন, পিতা:মৃত: লুৎফুর রহমান , ৬। আবুল কালাম পিতা: মৃত: ফয়েজ আহমেদ, আরো অনেকে ছিল, এমনি অবস্থায় মোঃ মনির হোসেন বলেন আমার শাশুরী হালিমা বেগমের গলা এক বরি ওজনে চেন একটি ও মনির হোসেনের স্ত্রী ছাউমা বেগমের গলার চেন আদা বরি এবং হাথের রিং একটি মেয়ার কানের দুল, মোট দুই বরি সহ মেয়াকে অপহরণের চেষ্টা করেন করে, বলে সংবাদ কর্মী কে জানান এবং দুই পক্ষেকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেবা কমপ্লেক্স এ ভর্তি হন সাংবাদ কর্মীদেরকে জানান, যে দীর্ঘই ৪দিন আগে আমরা কেউ বাডি না থাকায় আমার ছোট ভাইর ঘর বাগার জন্য যায়, মোঃ ইকবাল হোসেন, অনেক দিন ধরে জাবত জোর পূর্বক খেয়ে আসতেছে, এতে বাধা দিতে গেলে আমাদেরকে মার ধর করে, এলাকার চেয়ারম্যান, মেম্বার কে জানালে উনারা কোন ব্যবস্থা নেয় না, আমরা নিরীহ মানুষ বলে বিচারের দাবি করেনা, তারা আমাদের বিচার করে না, এই কথাটি মোঃ মোঃ মনির হোসেন, সাংবাদিকদের কে জানান , এতে অনেক দিন ধরে ক্ষতি করে আসতে, আমি গ্রাম বাসীর কাছে সুস্থ বিচারের দাবি জানাই।