বেনাপোল সীমান্ত দিয়ে ৪ বছর পর দেশে ফিরল ভারতে পাচার হওয়া১৯ বাংলাদেশি নারী,শিশু।


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১:০৯ অপরাহ্ন / ৮০
বেনাপোল সীমান্ত দিয়ে ৪ বছর পর দেশে ফিরল ভারতে পাচার হওয়া১৯ বাংলাদেশি নারী,শিশু।

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–

ভাল কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার হওয়া  ১৯ বাংলাদেশি নারী,শিশুকে উদ্ধারের দীর্ঘ চার বছর পর যশোরের  বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও থানা পুলিশ যৌথ ভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের সোপর্দ করে।

বেনাপোল পোর্টথানা পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে তিনটি এনজিও সংস্থ্যার হাতে তুলে দিয়েছে।

এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারাসহ প্রশাসনিক ও এনজি সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটকের পর এরা ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর,নড়াইল, সাতক্ষীরা,বাহেরহাট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

পুলিশ ও এনজিও কর্মকর্তারা জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। পরে দাদালরা তাদের দেওয়া কথা না রেখে নানান ঝুকিপূর্ন কাজে বাধ্য করে। এসময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করেছিল। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় নাগরীকতা যাচায় শেষে তারা দেশে ফিরে আসে। আইনী সহয়তা ও পরিবারের কাছে পৌছে দিতে এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে।

Bangladesh It Host