“তাহিরপুরে ঢাকা আহসানিয়া মিশনের মানবিক সহায়তা বিতরন”


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৬:২২ অপরাহ্ন / ৪৯৪
“তাহিরপুরে ঢাকা আহসানিয়া মিশনের মানবিক সহায়তা বিতরন”
“তাহিরপুরে ঢাকা আহসানিয়া মিশনের মানবিক সহায়তা বিতরন”
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে ঢাকা আহসানিয়া মিশন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার দিনব্যাপী তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অক্সফাম বাংলাদেশ এর সহায়তায় তাহিরপুর সদর
ইউনিয়নের ১৮৯০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্যবিধিসম্মত সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ২০ কেজি চাল, ২লিটার সয়াবিন তৈল, ২কেজি মশুর ডাল, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আধা কেজি চিনি, ১ কেজি মুগ ডাল, ৪কেজি ছোলার ডাল। স্বাস্থ্যবিধিসম্মত সামগ্রী মধ্যে ছিলো- দুটি ঢাকনাসহ বালতি, ১টি প্লাস্টিক মগ, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, গোসল করার সাবান ৪টি, ১ কেজি কাপড় কাচার গুড়া সাবান, ১০টি ওরস্যালাইন, ১ প্যাকেট স্যানিটারী প্যাড।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, অক্সফাম বাংলাদেশের প্রকিউরমেন্ট স্পেশালিস্ট সুমন চিসিম, প্রোগ্রাম অফিসার কেএনএমএন আজম, ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানাজার সানোয়ার হোসেন খান, ফিল্ড ফেসিলিটেটর হারুন অর রশিদ, ইউপি সদস্য তুজাম্মিল হক নাছরুম প্রমুখ ।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ