“সারিয়াকান্দির ইউএনও’র ডেঙ্গু শনাক্ত, সকলের কাছে দোয়ার আহ্বান”


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ২:৫১ অপরাহ্ন / ২৯৩
“সারিয়াকান্দির ইউএনও’র ডেঙ্গু শনাক্ত, সকলের কাছে দোয়ার আহ্বান”
“সারিয়াকান্দির ইউএনও’র ডেঙ্গু শনাক্ত, সকলের কাছে দোয়ার আহ্বান”
আর.এ রাশেদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়েছেন।
গত ৩ দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে চিকিৎসারত আছেন তিনি। একটি সূত্রে জানা যায়, সম্প্রতি কাজের উদ্দেশ্যে ঢাকা সফর থেকে ফিরে ২৩ অক্টোবর, ২০২২ (রোববার) বোহাইল ইউনিয়নের ধারাবর্ষার চরের ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মান স্থান ও শংকরপুর চরের জমির সীমানা পরিদর্শনে গেলে এক সময় চরে অসুস্থতায় অচেতন হয়ে পরেন। বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও মাথায় পানি দেয়ার পর তিনি সাময়িক সুস্থ হয়ে বাসায় ফিরেন।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। ঢাকায় অবস্থানকালে কোন একসময় ডেঙ্গু মশার মাধ্যমে তার শরীরে ডেঙ্গুর জীবাণু প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি ডেঙ্গু শনাক্ত নিশ্চিত করে আশু রোগ মুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Bangladesh It Host