“সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার”


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৪:০৯ অপরাহ্ন / ২৯৯
“সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার”

“সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার”

আজমাইন ইখতেদার তুরাজ, সাতক্ষীরা :   সাতক্ষীরা সদর
হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসচিব ড. মুহাম্মদ
আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার (১০ নভেম্বর)
সকালে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে
হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম দেখেন ও
খোঁজখবর নেন।
স্বাস্থ্য সচিব চিকিৎসকদের উদ্দেশ্যে এ সময় বলেন,
বর্তমানে চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিকে বেশী সময়
দিচ্ছেন। এটি করা যাবে না। শুধু টাকার পেছনে ছুটলে
হবে না। রোগীদের আন্তরিক হয়ে সেবা দিতে হবে।
চিকিৎসক হওয়ার আগে সবাই সেবা করার উদ্দেশ্য নিয়েই
এ পেশায় যোগ দিয়েছেন। এ সময় হাসপাতালের নষ্ট
সিটিস্ক্যান মেশিন মেরামত করার নির্দেশনা দেন স্বাস্থ্য
সচিব।
হাসপাতালের চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্যসচিব ড.
মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এখানে
চিকিৎসক দিলে অনেকে থাকতে চান না। তারপরও যেসব
চিকিৎসক সংকট রয়েছে সেগুলো এখানে পাঠানোর
ব্যবস্থা করা হবে। বর্তমানে হাসপাতালটিতে জেনারেল
সার্জন, নাক কান গলা, চর্ম যৌন, শিশু বিশেষজ্ঞ ছাড়াও
আরও অনেক পদেই চিকিৎসক শূন্য রয়েছে।
সদর হাসপাতাল পরিদর্শনকালে এ সময় তার সাথে আরো
উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর
রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান
বাবু, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ,

ডাঃ হাফিজুর রহমান, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ জয়ন্ত
কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ।