“ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব  ডায়াবেটিস দিবস”


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ৭:৩১ অপরাহ্ন / ৩২২
“ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব  ডায়াবেটিস দিবস”
“ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব  ডায়াবেটিস দিবস”
মাহাবুবুল আলম সোহাগ,  ময়মনসিংহ :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া। এছাড়াও ডা. মোঃ আরিফ মাহাবুবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.ওয়াজউদ্দিন ফরাজী, সহকারী পরিচালক ডা. শেখ আলী রেজা, ডা. আনোয়ার হোসেন , ডা. জাকির হোসেন, স্টোর অফিসারসহ ,নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।