বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া নবজাতকদের মায়েদের হাতে বাচ্চাদের জন্য ইউএইচএফপিওর শুভেচ্ছা উপহার তুলে দেয় টিম বরুড়ার সদস্যরা।
হেলাল উদ্দিন ভূঁইয়া বরুড়াঃ
বরুড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ কামরুল হাসান সোহেল নবজাতকদের মায়ের মুখে হাঁসি ফুটানোর জন্য সেবার মান উন্নত করা লক্ষ্যে। সাথে যাহারা মেডিকেল অফিসার ও সহকারী মেডিকেল অফিসার সেবার কাজেই নিযুক্ত থাকেন সবসময় সিস্টার অথবা নার্স ওয়ার্ড বয় অফিস সহকারী প্যাথলজি স্বাস্থ্য সহকারী বরুড়ার জনগণ আপনাদের কাছে সেবা পাওয়ার অধিকার প্রত্যাশা জনসাধারণের বক্তব্য । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেন এবং সেবার মান উন্নয়ন করেছেন । বরুড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে ডেলিভারি সিজার থেকে শুরু করে সকল প্রকার স্বাস্থ্য সেবা দেওয়া হয় । ড়াঃ কামরুল হাসান সোহেল কর্মকর্তা বাণী নবজাত শিশুর কে জন্মের পর সাথে সাথে আপনার শিশুকে বিসিজি টিকা সময় মতন দিয়ে শেষ করতেই হবে ও ভিটামিন এ ক্যাপসুল এবং শিশুদেরকে মায়ের বুকের শাল দুধ,খাবার জন্য সব সময় শিশুদেরকে নাক কান গলা পরিষ্কার রাখতে জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন করে নিতে হবে । বরুড়া উপজেলা সকল সাধারণ জনগণ পক্ষে ড়াঃ কামরুল হাসান সোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।