বরিশালের ০৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আট হাজার চৌমাথা থেকে আবুল চৌকিদার বাড়ি হয়ে ক্লিনিক পর্যন্ত রাস্তার বেহাল দশা।
মো. রমজান আহমেদ, বরিশাল ব্যুরো চীফ
বরিশাল সদর উপজেলার ০৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আঠাজার চৌমাথা রোড থেকে আবুল চৌকিদার বাড়ি ভায়া ক্লিনিক পর্যন্ত যার আইডি ৫০৬৫১৫১০২ গ্রাম রোড-বি রাস্তা গত বছর বন্যার পানিতে ভেঙ্গে যায়। ওই ছাত্রীকে ওই রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হয় মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রাস্তাটি ব্যবহার করে সেটি হলো আঠাজার স্কুলের প্রধান সড়ক যাতায়াতকারী শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষার্থী, পাবলিক যানবাহন, যেকোনো জরুরি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে শর্তহীন অটো, ভ্যান, Pick-up, Mahindra, ইত্যাদির চলন যা চরম ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ। ০৯ নং ওয়ার্ডের লোকজনের দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করা হোক ব্যবস্থা না নিলে চরম দুর্ভোগে পড়তে হবে। বিষয়টি ০৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আটহাজার চৌমাথার চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ০৯ নং ওয়ার্ডের প্রতিটি সড়কের অবস্থা খুবই খারাপ ও বেহাল। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিকভাবে তদন্ত করে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহন করছি স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উক্ত রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
রমজান আহমেদ , মোবাইল: 01620849601, তারিখ: 12/10/2022
আপনার মতামত লিখুন :