“চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত”


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ৫:৩৪ অপরাহ্ন / ৩৩১
“চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত”

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, ডিপিওডি’র সভাপতি মো. শফিকুল ইসলাম, দৃষ্টিপ্রতিবন্ধী মো. আইনাল হক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ। পরে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ১টি করে স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়।

ফয়সাল আজম অপু

চাঁপাইনবাবগঞ্জ

০১৭১২৩৬৩৯৪৬

১৫.১০.২০২২