শেরপুরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল বৃদ্ধার


প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ৪:০০ অপরাহ্ন / ২৬
শেরপুরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল বৃদ্ধার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৯ মে রবিবার রাতে নকলা পৌরশহরের গড়েরগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।
ফাতেমা স্থানীয় ওয়াহেদ আলীর স্ত্রী। পুলিশ জানায় রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধনাকুশা বাজার থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক নকলা পৌরশহরে আসার পথে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কের গড়েরগাঁও মোড়ে পথচারী ফাতেমাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে ফাতেমা মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ফাতেমার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইজিবাইকের চালক পলাতক রয়েছে।