ঝিকরগাছার পল্লীতে গায়ের জোরে ফসল নষ্ট করায় থানায় অভিযোগ করেন


প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ন / ২০
ঝিকরগাছার পল্লীতে গায়ের জোরে ফসল নষ্ট করায় থানায় অভিযোগ  করেন

শাকিল হোসেন , ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার পল্লীতে গায়ের জোরে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে ফসল নষ্ট করায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আটুলিয়া গ্রামের বজল্লুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৫৮)। উল্লেখিত অভিযোগে বিবাদী হয়েছেন একই এলাকার মিলিত আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও মৃত হোচেন আলীর ছেলে চাঁন মিয়া (২৬)।
থানার অভিযোগ মারফতে জানা যায়, বাদীর আটালিয়া মৌজায় ডিসি অফিস থেকে ডিসিআর কেটে ১৯৮৫ সাল থেকে ২.৫০ একর জমি আছে। উক্ত জমি নিয়ে বিবাদীদের সাথে বাদির দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এমতা অবস্থায় গত ১৬/০৫/২০২৪ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ১১টার সময় উক্ত বিবাদীরা বাদীর জমিতে এসে গায়ের জোরে জোরপূর্বক বাদীর ফসল নষ্ট করে ট্রাক্টর দিয়ে ১.৫০ একর জমি চাষ করে দখল করে নেয়। বাদী বিবাদীদের নিকট উক্ত বিষয়ে জানতে চাইলে বিবাদীরা বাদীকে পুরো ভাষায় গালিগালাজ সহ মারপিট করিতে উদ্যত হয়। এছাড়াও ঘটনার সাক্ষীদের সম্মুখে বিবাদীরা বাদীকে হুমকি দিয়ে বলে উক্ত জমি জায়গার বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাদীকে খুন যখন করবে বলে হুমকি দেয়। বিবাদীদের জবর দখলে বাধা প্রদান করিতে গেলে আইন—শৃংখলার অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন।
থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।