হায়রে জীবন! কত আশা কত স্বপ্ন বুকে নিয়ে, প্রবাস থেকে এসে নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে সুন্দরভাবে থাকার আশায় নির্মাণ করেছে এই ঘর ।
হেলাল উদ্দিন ভূইঁয়া জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনঃ
আগামী শুক্রবার নতুন ভবনে যাওয়ার চিন্তায় , আনন্দিত মন । 24/10/2022ইং রোজ সমবার সর্বনাশা চিত্রাং এর তান্ডবে বিশাল গাছ ভেঙে পড়ল তাদের বুকের উপর। একসাথেই শেষ হয়ে গেল সব সাধ সব স্বপ্ন , শেষ হয়ে গেল স্বামী, গর্ভবতী স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান।
আজ সকাল ১১.২০ মিনিটের সময় হেসাখাল বাজার হাই স্কুল এবং কলেজ মাঠে নাঙ্গলকোট উপজেলা টিএনও স্যারসহ ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ৩ (তিন) জনের এক সাথে জানাজার নামাজ শেষ করে পাশাপাশি
ওগো বারে এলাহী ! তুমি এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি রহমত নাজিল কর আর মরহুম এবং মরহুমাদের শহীদি মর্যাদা নসীব কর আমিন।
আপনার মতামত লিখুন :