সৌদি রিয়ালের মালা দিয়ে নাঙ্গলকোট ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৫:০৩ অপরাহ্ন / ৬৬৫
সৌদি রিয়ালের মালা দিয়ে নাঙ্গলকোট ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সৌদি রিয়ালের মালা দিয়ে নাঙ্গলকোট ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রিয়াদ ভূঁইয়া, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি –
সৌদি আরব মদিনা শহরের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এক  ইউপি চেয়ারম্যানকে রিয়ালের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি হলেন- নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। ২১ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে সৌদি মদিনা শহরের বেলাল মসজিদে সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বাঙ্গড্ডা ইউনিয়নে কৃতি সন্তান সৌদি প্রবাসী ও মদিনা শহরের বিশিষ্ট ব্যবসায়ি কামাল উদ্দীন উদ্যোগে ও একই ইউনিয়নে কৃতি সন্তান মদিনার ব্যবসায়ি মোঃ সেলিম মিয়া আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মোঃ মাঈন উদ্দীন মজুমদার, ইউপির চেয়ারম্যানের সফর সঙ্গী ওয়ার্ডের মেম্বার  রাসেল মিয়া, রায়কোট ইউনিয়ন উত্তর যুব লীগ নেতা হান্নান, অনলাইন পোর্টাল খবর তরঙ্গ ডটকমের  সম্পাদক মোঃ আহসান উল্লাহ, ইঞ্জিয়ার আজহারুল ইসলাম, শহিদ উল্লাহ, নুরুল আফসার জাবেদ, নাসির উদ্দীন, মেহদী হাসান সৌকত সহ বিভিন্ন প্রবাসীরা।
ওই অনুষ্ঠানে  সৌদি রিয়াল দিয়ে মালা বানিয়ে ব্যাতিক্রমি ভাবে বরণ করে নেন মদিনা শহরের  প্রবাসী ব্যবসায়ীরা। সংবর্ধনা  পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।
মোঃ কামরুজ্জামান ভুঁইয়া রিয়াদ
লাকসাম, কুমিল্লা
০১৬৭২-৮৪২২৬৭
বরুড়া শাকপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে কচুয়ার পাড় আনোরস প্রতীকের অফিস ভাঙচুর  ও অগ্নিসংযোগ করছে দুর্বিত্তরা।
(বরুড়া কুমিল্লা প্রতিনিধি মোঃ জহির হোসেন)-
আসন্ন ২৯ ডিসেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা বরুড়া উপজেলার শাকপুর ও ভাউকসার ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রাথীদের প্রচারনা  জমে উঠেছে পাশা পাশি   প্রাথীগনের নেতা কর্মীরা প্রত্যেক এলাকায় ভোটার গনের ধারে ধারে গিয়ে বিভিন্ন উন্নয়ন
মুলক  কাজের প্রতিশ্রুতি, সহ ভোট দিয়ে  জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আসতেছে তায়ই  ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে এক দল দুর্বৃত্তরা শাকপুর  ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোরস প্রতীক, মোঃ সোলেমান হোসেনের নির্বাচনিয় অফিসে ভাঙচুর ও পোষ্টার ব্যানার ছিড়ে পেলা সহ অগ্নিসংযোগ করেন এ বিষয় সরজমিনে গিয়ে আশে পাশের লোক জনের নিকট  গঠনার বিষয় সত্যতা মিলে কিন্তু সাধারন জনগনের নিকট অফিস  ভাঙচুরের, ঘঠানার বিষয়ে জানতে চাইলে   কে বা কাহারা করছে তা জানতে চাইলে তাহরা জানান আমরা সকাল বেলা অফিস ভাঙচুর দেখি এবং কি পোষ্টার ব্যানার পুকুরে ও জমিনে পড়ে থাকতে দেখি আপনারা নিজেও দেখতেছেন,  এই ঘঠনার বিষয় শাকপুর ইউনিয়ন এর স্বতন্ত্র প্রার্থী  মোঃ সোলেমান হোসেনের ( আনারস প্রতীক ) নিকট জানতে চাইলে তিনি জানান আমি এ বিষয় দুঃখের সাথে বলতে চাই এটা একটা নেক্কার জনক গঠনা ও আমার অফিসের সাথে বসত ঘর বাড়ি  জদি কোন কারন বসত বড় ধরনের  দুর্ঘটনা ঘটতো, তা হলে মানুষের জিবন সহ লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি  হতে পারতো  আমি একজন সত রাজনৈতিক বিদ আমি মানুষের উন্নয়ন ও মঙ্গলের জন্য রাজনীতিতে এসেছি আমি এই সমস্ত ঘটনাকে তীব্র নিন্দা জানাই এবং যারা জড়িত ছিল অনুরোধ অনুরোধ রইলো ভবিষ্যতে  এ ধরনের ঘটনা না করে নির্বাচনি মাঠে,  সুস্থ-সুন্দর নির্বাচন করে প্রার্থীকে জয়যুক্ত করার চেষ্টা করুন, তিনি বিষয় আর বলেন আমি, এ বিষয় বরুড়ার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন ও রিটার্নিং অফিসার বরুড়া কে অবগত করি  তিনি আর বলেন আমি একজন প্রার্থী হিসেবে বরুড়া নির্বাচন কমিশনার বরুড়া থানা ওসি মহোদয়ের নিকট বিনীত ভাবে আবেদন আগামী ২৯  তারিখ নির্বাচন  যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় এমনটাই আশাবাদী আমি।