সোলার প্যানেলসহ স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৫:৫০ অপরাহ্ন / ৪০০
সোলার প্যানেলসহ স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
সোলার প্যানেলসহ স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মাহাবুবুল আলম সোহাগ,  ময়মনসিংহ –
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শিকারিকান্দা চৌরাস্তা মোড় পর্যন্ত সোলার প্যানেলের মাধ্যমে এলইডি স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
সোমবার  বিকেল ০৫ টায় রহমতপুর বাইপাস মোড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্বোধন করেন মেয়র টিটু ।
উদ্বোধনকালে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গৌরীপুরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে  গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
আব্দুর রউফ দুদু গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে  গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার  (১৯ ডিসেম্বর) দুপুর ০২ ঘটিকা গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মারুফ উপজেলা নির্বাহী অফিসার, গৌরীপুর,ময়মনসিংহ। প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এডভোকেট জসীম উদ্দিন, শফিকুল ইসলাম মিন্টু, নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, ম নুরুল ইসলাম, ফারুক আহম্মদ, কমল সরকার, আনোয়ার হোসেন শাহীন, আজম জহিরসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন সমাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত।
গৌরীপুরে তিন বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। 
আব্দুর রউফ দুদু গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। উপজেলা প্রকৌশলী অফিস সূত্র মতে, পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনকৃত উপজেলার এ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নবনির্মিত  ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। উদ্বোধনকৃত এ তিনটি ভবনের ব্যয় হয়েছে ২ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব , উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন  , বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।