“সৈয়দপুরে আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দের দূর্ণীতির অভিযোগে
ভূমিহীনদের মানববন্ধন”
শাহজাহান আলী সরকার, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি –
সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর
বরাদ্দের অনিয়ম নিয়ে প্রকৃত ভূমিহীনরা মানব বন্ধন করেছেন।
উপজেলা চত্বরে গতকাল সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৩
ঘন্টা ব্যাপী এ মানবন্ধন চলে। উক্ত মানববন্ধনে দুঃস্থ অসহায়
প্রকৃত ভূমিহীনেরা প্লাকার্ড, পোষ্টার বুকে নিয়ে অংশ
গ্রহণ করেন। তাতে লেখা আছে বোতলাগাড়ী ইউনিয়নে
আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম। ভূমিহীনরা কেঁদে বেড়ায়
জমি সহ পাকাবাড়ীর মালিক কিভাবে আশ্রয়নের ঘর পায়। আরো
লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সালাম নিন। আমরা
সবাই ভূমিহীন। মুজিব বর্ষে ঘর পেলাম না। আমাদের টাকা
নাই, আশ্রয়নের ঘর চাই। এ সময় কান্নাজড়িত কণ্ঠে অনেক
ভূমিহীনরা বলেন, আমরা শতাধিক দুঃস্থ অসহায় ভূমিহীন থাকতে
স্থানীয় ভূমি অফিসের তহশীলদার এমদাদুল হক অর্থের বিনিময়ে
ঘর বরাদ্দের তালিকা থেকে আমাদের নাম বাদ দিয়ে জমিসহ পাকা
বাড়ির মালিক এমন অনেককেই ঘর বরাদ্দ দিয়েছে। উদাহরণ
হিসেবে তারা বলেন, এ রকম জমিসহ পাকা বাড়ি মালিক আপন
দুই ভাইকে আশ্রয়নের ঘর বরাদ্দ দিয়েছেন। তারা হলেন যথক্রমে
রবিউল ইসলাম ও সবুজ আলী। তাদের পিতা শামসুল হক এবং তারা
উক্ত সদ্য নির্মিত আশ্রয়নের পাশের বাসিন্দা। ভূমিহীনরা আরো
বলেন, আমরা সকলেই স্থানীয় ভূমি অফিসসহ এসিল্যান্ড ও
ইউএনও অফিসে আবেদন করে অনেকবার ঘর বরাদ্দ পাওয়ার আশায়
কাকুতি মিনতি করেছি। কিন্তু আমরা গরিব বলে কেউ আমাদের
কথা রাখলো না। তাই আমরা বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে
মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মিডিয়ার
কাছে আকুল আবেদন জানাচ্ছি। মানববন্ধনে অংশগ্রহণকারী
ভূমিহীনদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, মোর্শেদা খাতুন,
রাজ্জাকুল ইসলাম, চন্দনা রাণী, আবু কালাম, আলাউদ্দিন,
মাহমুদা, রুবিয়া, জয়মেনা, ওমেদা, ফুলতি, শরীফা, জান্নাতি,
আহেলাসহ আরো অনেকে। এদিকে এ ব্যাপারে স্থানীয় সহকারী
কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার ভূমিহীনদের
মানববন্ধনের কাছে না আসলেও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার
ইয়াসির আরেফীন বিষয়টি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানের
কাছে অবহিত করলে তিনি ভূমিহীনদের মানবন্ধনের কাছে এসে
তাদের কথা শোনেন এবং ভূমিহীনদের স্থানীয় তহশীলদার বিরদ্ধে যে
আক্ষেপ সে বিষয়ে লিখিত আবেদন দিতে বলেন এবং ঘর বরাদ্দ
পাওয়া স্বচ্ছলদের বাদ দিয়ে আগামীতে প্রকৃত ভূমিহীনদের ঘর
বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। এ সময় সৈয়দপুর সহ জেলার বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শাহজাহান আলী সরকার
সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি
মোবাঃ ০১৭২৮৩৫৭৫০৪
তাং-২৩/১০/২০২২