সুন্দরবনে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির নাম না জানা ‘ভয়ংকর’ একটি মাছ।


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ৮:৫৭ অপরাহ্ন / ৩০২
সুন্দরবনে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির নাম না জানা ‘ভয়ংকর’ একটি মাছ।
সুন্দরবনে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির নাম না জানা ‘ভয়ংকর’ একটি মাছ।
মোঃ শামীম হোসেন- খুলনা –
সুন্দরবনের দুবলারচরে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির নাম না জানা ‘ভয়ংকর’ একটি মাছ। শুক্রবার দুপুরে সাগরে মাছ ধরার সময় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে দুবলারচরের আলোরকোল জেলেপল্লীতে নিয়ে আসা হয় মাছটি। রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি বলেন, শুক্রবার দুপুরে সাতক্ষীরার এক জেলে সাগরে মাছ ধরা জন্য জাল ফেলেন। জাল উঠিয়ে দেখেন, তার জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। পরে মাছটি আলোরকোল জেলেপল্লীতে নিয়ে আসা হয়। তবে মাছটির নাম কেউ বলতে পারেননি। এমনকি এ ধরণের মাছ আগে কেউ কখনো দেখেননি। তিনি আরো বলেন, দুই কেজি ওজনের মাছটির মুখে পিরানহা মত দাঁত রয়েছে।

খুলনা বিভাগের আরো খবর

আরও খবর