সিলেটে শুরু হলো ৩ দিনব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স।


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন / ৪৯৭
সিলেটে শুরু হলো ৩ দিনব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স।

সিলেটে শুরু হলো ৩ দিনব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স।

শহীদ আহমেদ খান-

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেট-এর
ব্যবস্থাপনায় সিলেটে শুরু হলো ‘সিনেমা যখন পাঠশালা’ শীর্ষক ৩ দিনব্যাপী ফিল্ম
অ্যাপ্রিসিয়েশন কোর্স। আজ ২৮ ফ্রেরুয়ারি বিকাল ৩টায় একাডেমির চিত্রশালা
গ্যালারীতে আয়োজিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ
দাশ গুপ্তের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা ও জেলা
শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রাপ্ত গুণীশিল্পী নিরঞ্জন দে। আবৃত্তিশিল্পী নাফিসা
তানজীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কোর্স প্রশিক্ষক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাকিবুল হাসান। কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের
পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংগঠন চোখ ফিল্ম
সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান। সিলেটের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন
এবং চলচ্চিত্র শিল্পে আগ্রহী ২৫জন প্রশিক্ষণার্থী কোর্সে অংশগ্রহণ করেন। আজ থেকে শুরু
হওয়া কোর্সটি শেষ হবে আগামী ৩ মার্চ রাত ৮টায়।

জামিয়া সায়্যিদা আয়িশা বালিকা মাদ্রাসার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
জুনাইদ আহমদ, বিয়ানীবাজার:
সিলেট বিয়ানীবাজারের জামিয়া সায়্যিদা আয়িশা রাযি. বালিকা মাদ্রাসা বাহাদুরপুর -এর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় মুহতামিম মাওলানা আব্দুল হাসিব সাহেবের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য, সমাজসেবক নাঈম আহমদ, রেজাউল করীম ও সাদিকুর রহমানকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা জালাল উদ্দিন সাহেব, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হেলাল আহমদ, সহকারী শিক্ষক মাস্টার জুনাইদ আহমদ, এবং সহকারী শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধিত অতিথিবৃন্দ বলেন: মাদরাসা হলো দ্বীনি শিক্ষার দুর্গ। দ্বীন ইসলাম বিশুদ্ধভাবে গ্রহণ করা যায় এসব প্রতিষ্ঠান থেকে। অত্র অঞ্চলে জামিয়া সায়্যিদা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষার যে আলো ছড়াচ্ছে তা অতুলনীয়। মাদ্রাসার জন্য শতশত ছাত্রীর পাশাপাশি তাদের পরিবারবর্গ দ্বীনি শিক্ষায় আলোকিত হচ্ছে প্রতিনিয়ত। দ্বীনি শিক্ষার এই আলো ছড়িয়ে পড়ুক সর্বত্রে। মাদ্রাসার সাথে আজীবন আমাদের সম্পর্ক থাকবে। সময় ও অর্থ দিয়ে সামর্থ্যানুযায়ী সহযোগিতা করে যাবো। আমাদের জন্য দু’আ করবেন দেশে এবং প্রবাসে সুস্থতার সহিত থেকে হালাল রুজি করতে পারি।