সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন / ৫২৯
সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। 

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। 

শহীদ আহমেদ খান-

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করা
হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর উপশহর আই ব্লক মাঠে
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার
অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন,
পরিচালক হুরায়রা ইফতার হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব
কমার্স এন্ড ইন্ড্রাস্টির সদস্য ও মনিপুরী তাঁতী শিল্প ও জামদানি
বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল গফফার, প্রধান
নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা
মোস্তফিজুর রহমান শুয়েব, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ
সিলেটের সভাপতি ছাদেকুর রহমান চৌধুরীসহ প্রমূখ ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার
অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন
সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।
সিলেট নগরীর উপশহর আই ব্লক মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার
অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের
যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী মেলায় রয়েছে শিশুদের জন্য
মিনি পার্ক, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে অত্যাধুনিক সিসি
ক্যামেরা ও নিজস্ব নিরাপত্তা বাহিনী, গাড়ি পার্কিং এর জন্য রয়েছে
সিসি ক্যামেরা সম্বলিত অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা। মেলা চলবে
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সিলেটে ৩ দিনব্যাপী ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রদর্শনী শুরু হয়েছে । 

আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সিলেটে
শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ছবি প্রদর্শনী। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল
৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট
ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদ।
এসময় সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক আ.ন.ম জিয়া, প্রচার
সম্পাদক শেখ নাসির, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপদেষ্টা
শামসুল বাছিত শেরো, আব্দুল মোনায়েম, সাইফুল ইসলাম, আজীবন সদস্য মোহাম্মদ
রিমন, মোহাম্মদ এখলাছ, ইফতেখার মনি এবং সাইকেলিস্ট আলী কামাল সুমনসহ অন্যান্য
অতিথিরা।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে এবং এবং সিলেট
ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।
প্রদর্শনী চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
গত অক্টোবরে ডিআইআরআই’র আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ
ফটোগ্রাফিক সোসাইটি, গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন, সিলি সানাত
সারাইয়ি ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয়
আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা।
বিশ্বের ৫১টি দেশের ৭২৪ জন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশ নেন। মোট ২৫৭৮টি
ছবি থেকে চারটি ক্যাটাগরিতে ৫৯ জন আলোকচিত্রীর ১৫১টি ছবিকে পুরস্কার দেওয়া
হয়। এছাড়া প্রতিযোগিতা থেকে ২০০টি ছবি বাছাই করা হয় প্রদর্শনীর জন্য। এসব
নির্বাচিত ছবি নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক
মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক
মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে এবং ডিআইআরআই’র উদ্যোগে সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ১৯ ফেব্রুয়ারি
অনুষ্ঠিত হবে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা। এতে প্রবন্ধ
উপস্থাপন করবেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ প্রফেসর ড.
অমিত দে এবং প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া ১৯ ফেব্রুয়ারি সিলেটে শিক্ষকদের উপস্থিতিতে ‘সানডে ইনভাইটেড টক’ ও
২০ ফেব্রুয়ারি মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে
এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের
সহযোগিতায় অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

সুরমা খেলাঘর আসর সিলেটের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মত এবারো নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী
শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসর সিলেটের উদ্যোগে বসন্ত
উৎসব পালন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ
মিনারে সকাল ৯টায় এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সুরমা
খেলাঘর আসর সিলেটের বসন্ত উৎসবের উদ্বোধন করেন লেখক, গবেষক ও
ভাষাবিজ্ঞানী ডক্টর সেলু বাসিত। এর পূর্বে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী
বের করা হয়।
সুরমা খেলাঘর আসর সিলেটের সভাপতি দীনবন্ধু পালের সভাপতিত্বে ও
পরিতোষ বাবলু এবং সাধারণ সম্পাদক ধ্রুত গৌতমের যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আলী
মোস্তফা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের
সংস্কৃতির নিজস্ব ঐতিহ্য রয়েছে। আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে
প্রতি বছরের মত এবারো নানা কর্মসূচির আয়োজন করে সুরমা
খেলাঘর আসর সিলেট। উৎসবে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিভা তুলে
ধরে। সব সময় এ ধরনের আয়োজনের ধারবাহিকতা অব্যাহত রাখার জন্য
আমি সংগঠনকে আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রগতিশীল নারী নেত্রী খুশী চৌধুরী, বীর
মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, এডভোকেট অরুপ শ্যাপ বাপ্পী,
তপন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কনোজ চক্রবর্তী বুলবুল, ছড়াকার
সনতু চৌধুরী, রবীন্দ্র ভট্টাচার্য্য, ছড়াকার মোকাদ্দেস বাবুল, বিধান
দেব চয়ন, সিরাজ উদ্দিন শিরুল, শামীমা আক্তার ঝিনু, সৈয়দা সুরাইয়া
জামান, নন্দ কিশোর রায়, চন্দ্র শেখর দেব, মাসুদা সিদ্দিকা রুহী, এস
এম শিহাব, জহর দাস, এমরান ফয়সল, সুজন সরকার। বসন্ত অনুষ্ঠানে
কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া পাঠ বিজয়ীদের
পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি