সিরাজগঞ্জে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 


প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ৭:২৪ অপরাহ্ন / ৫৫০
সিরাজগঞ্জে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 
সিরাজগঞ্জে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়( বিএল স্কুল  ) এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। গতকাল বুধবার (১ মার্চ) সকাল  ৯ টায় শহরের বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়( বিএল স্কুল) প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে গার্ড অব অনার, জাতীয় পতাকা উত্তোলনকালে জাতীয় সংগীত,অতিথিদের  আসন গ্রহণ,  ফুলেল শুভেচ্ছাপ্রদান , পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, স্বাগত বক্তব্যে বার্ষিক প্রতিবেদন পাঠ করা হয় এবং  সাংস্কৃতিক ইভেন্টে ছিলো গান,অভিনয়, কৌতুক, আবৃত্তি ও নৃত্য পরিবেশ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস   চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি হেলাল আহমেদ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি  প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং  স্বাগত বক্তব্যে রাখেন , বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম শেখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,  অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম, সহকারি শিক্ষক মেহেদি হাসান   আব্দুস ছালাম প্রমানিক।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ  অতিথি  অধ্যাপিকা হাসনা হেনা , আগত সুনামধন্য খ্যাতনামা  শিল্পী সিজা, লিপি এবং স্কুলের শিক্ষার্থী স্বচ্ছ,  অনিন্দ, জাওয়াদ নওরোজ সহ অন্যান্যরা, কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম শেখ, শিক্ষার্থী রেদওয়ান, মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের দিবা শাখার সহকারি  প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম খান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা  উপস্থিত ছিলেন।