সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি পালিত।


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ৬:৩৭ অপরাহ্ন / ৩৭০
সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি পালিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ” বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি”, এবারে এ প্রতিপাদ্য নিয়ে – বিশ্ব বসতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জের আয়োজনে, ব্র্যাক ইউডিপির সহযোগিতায়
সোমবার (৩ অক্টোবর) সকাল ৯ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এসময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবি এম হুমায়ুন কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ -আল- আজাদ, সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আওলাদ হোসাইন সহ অন্যরা, সিরাজগঞ্জ ব্র্যাক ইউডিপির কর্মকর্তা-কর্মচারীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন ।

জানা যায় যে, বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ ‘বিশ্ব বসতি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়। পরে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে পালন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।