“সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে ৪০ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার”
আর.এ রাশেদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধঃ
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে ২ দিন আগে নিখোঁজ শিশু হোসেন আলী ওরফে ঘোতার (৬) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত শনিবার বেলা ৩.৩০ ঘটিকায় উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় বাজারের উত্তর পাশে মানিকদাইড় গ্রামের মনির উদ্দিনের ছেলে হোসেন আলী ওরফে ঘোতা মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৪০ ঘন্টা পর সোমবার সকাল সাড়ে ৭টায় নিখোঁজের ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। উক্ত ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।