“সারিয়াকান্দিতে বিশ্ব সাঁতার দিবস উপলক্ষে ক্রসিং সাঁতার অনুষ্ঠিত”


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৫:২১ অপরাহ্ন / ৩২১
“সারিয়াকান্দিতে বিশ্ব সাঁতার দিবস উপলক্ষে ক্রসিং সাঁতার অনুষ্ঠিত”
“সারিয়াকান্দিতে বিশ্ব সাঁতার দিবস উপলক্ষে ক্রসিং সাঁতার অনুষ্ঠিত”
আর.এ রাশেদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে বিশ্ব সাঁতার দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে তা বিকাল পর্যন্ত চলে। কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন অনুষ্ঠানে সভাপতিত্বে প্রতিযোগীতা শেষ সাঁতারুদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সারিয়াকান্দি থানা ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। সারিয়াকান্দির পূর্বাংশে ঘাগুয়া জামথল ঘাট থেকে শুরু হয়ে পশ্চিম প্রান্তে কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া কাজীবাড়ী মসজিদ ঘাট পর্যন্ত শেষ হয়। প্রায় ৩ ঘন্টা ৪০ মিনিটে ১২ কিলোমিটার নদীতে সাঁতার দিয়ে ঘাটে এসে পৌঁছান সাঁতারুরা। জানা গেছে, সাঁতারে মোট ১২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে একজন হলেন, ক্রীড়া পরিদপ্তর প্রশাসনের সহকারী পরিচালক এস.আই.এম ফেরদৌস আলম। অন্যান্যদের মধ্যে জাহিদুল কামাল বিদ্যুত, মোয়াজ্জেম হোসেন লালমনিরহাট, তারেক রহমান বরগুনা, ইমরান ফরহাদ নীলফামারী, সোহেল রানা-রংপুর, বদর উদ্দিন টাঙ্গাইল, ফজলুল করিম সিনা, সোহেল রানা রংপুর, আকরাম হোসাইন কুড়িগ্রাম, রাব্বি রহমান, নাঈম ইসলাম, গালিব হাসান ও ফজলে রাব্বী মহিলা দুই সাঁতারু হলে ইশমাম ফারহিন এবং ফাতেমা।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, প্রতি ৪০মিনিটে একজন মানুষ পানিতে ডুবে মারা যায়। এ থেকে নিস্তার পেতে সবাইকে সাঁতার শিখতে হবে। এ দুঃসাহসিক সাঁতারে অংশ নিয়ে সাঁতারুরা স্থানীয়দের সাঁতারে উদ্বুদ্ধ করেছেন।

মোঃ রাশেদ মিয়া
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
০১৭৭০৯৯৫১৬১