“সারিয়াকান্দিতে বিভিন্ন অভিযানে ০৯ জন আটক”


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৭:০৮ অপরাহ্ন / ৩০৩
“সারিয়াকান্দিতে বিভিন্ন অভিযানে ০৯ জন আটক”

সারিয়াকান্দিতে বিভিন্ন অভিযানে ০৯ জন আটক 
আর.এ রাশেদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানার আসামী সহ মোট ০৯ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
১২ অক্টোবর, ২০২২ (বুধবার) বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় বগুড়া জেলাকে মাদক মুক্ত, চুরি, ছিনতাই রোধের প্রত্যয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী  ও সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম সহ সঙ্গীয় অফিসার ফোর্স সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে উপজেলার ছাগলধরা গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানার আসামী মৃত গনি প্রামাণিকের ছেলে ছমির প্রাং, ছমির প্রামাণিকের মেয়ে সুফিয়া ওরফে ফকুন্নি বেগম, দেবডাঙ্গা গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরকারের ছেলে সুজন সরকার, ভেলাবাড়ী ইউপি’র ১৮ মাসের সাজা পরোয়ানার আসামী মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ ওরফে আবদুল, এবং ফুলবাড়ি গ্রামের আসাব্বর প্রামাণিকের ছেলে পলাশ (৩৫) কে আটক করা হয়।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, একই দিনে আলাদা অভিযানে জুয়ার বোড হইতে চৌকিবাড়ি গ্রামের মৃত মনির উদ্দিন ফকিরের ছেলে তোতা ফকির (৬৫) আমজাদ ফকিরের ছেলে মিনহাজ ফকির (৬০), কাটাকালী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে দুলু প্রাং (৪৫) এবং মৃত ধলু আকন্দের ছেলে রাশিদুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করে অভিযান পরিচালনাকারী চৌকস দল।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন মামলায় জুয়ার বোড থেকে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং একইসাথে গ্রেফতারী পরোয়ানা ও ১৮ মাসের সাজা পরোয়ানা আসামীদের আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Attachments area