“সারিয়াকান্দিতে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ”


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৭:৩১ অপরাহ্ন / ৩২৩
“সারিয়াকান্দিতে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ”
“সারিয়াকান্দিতে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ”
আর.এ রাশেদ, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধিঃ
২০২২-২৩ অর্থ বছরে ইলিশের প্রধান প্রজনন (০৭-২৮ অক্টোবর) মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পৌর মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে পৌরসভা চত্বরে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। পৌর কাউন্সিলর মুনজু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফরাজী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে পৌর এলাকার নিবন্ধিত ১৮০ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রতী, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার আব্দুল হাদি, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো প্রমুখ। উপজেলা মৎস্য  কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সারিয়াকান্দি উপজেলায় নিবন্ধিত ৮৫০ জন জেলে এই ভিজিএফ সুবিধাটি গ্রহণ করবেন।