সারাদেশের ন্যায় বাঁশখালীতেও শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন / ৭৭
সারাদেশের ন্যায় বাঁশখালীতেও শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

মোঃ রেজাউল আজিম বাঁশখালী :

সারাদেশের ন্যায় চট্টগ্রাম ১৬ আসন বাঁশখালীতেও শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

আজ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টায় ২৯৯টি আসনে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য সব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ১ লাখ ৮৯ হাজার সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কোনো স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট যাতে হামলার শিকার না হন সেক্ষেত্রে তাদের জন্য আলাদাভাবে নজর দেবে পুলিশ। 

ভোটকেন্দ্রগুলোতে পুলিশসহ অন্যান্য বাহিনীর ১৬ থেকে ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে আনসার সদস্যরা ভোটকেন্দ্রের প্রবেশ পথগুলোতে দায়িত্ব পালন করবেন। ১ লাখ ৮৯ হাজার ৬৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তবে ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য ৯১ হাজার সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ ও নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।