সাংবাদিককে মারধরের অভিযোগ বাঁশখালীর নৌকার প্রার্থীর বিরুদ্ধে ইসির মামলা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৪:২৫ অপরাহ্ন / ১৭৩
সাংবাদিককে মারধরের অভিযোগ বাঁশখালীর নৌকার প্রার্থীর বিরুদ্ধে ইসির মামলা

মোঃ রেজাউল আজিম বাঁশখালী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আলীগ মনোনীত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগে মামলা করেছে নির্বাচন কমিশন।

আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিএমপি ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নির্বাচন কমিশনের পক্ষে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

গত ২৪ ডিসেম্বর রবিবার নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। ইসি সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালামের স্বাক্ষরিত চিঠিতে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়ের করতে বলা হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকে মারধর ও নাজেহালের অপরাধে নির্বাচনী আচরণবিধি আইনের ৮ এর (খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে আদালত সূত্রে জানা যায়।

আদালত ফৌজদারী কার্যবিধি-২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে এবং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। একই সাথে আগামী ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমান কে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।