“সরকারের নীরবতার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় গন-অনশন অনুষ্ঠিত”
প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৬:২৬ অপরাহ্ন /
৭৭৪
“সরকারের নীরবতার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় গন-অনশন অনুষ্ঠিত”
বিধান চন্দ্র রায়, জলঢাকা (নীলফামারী):
গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলায় সকাল-সন্ধ্যা গণ – অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২শে অক্টোবর) উপজেলার জিরোপয়েন্ট মোড়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এই গণ- অনশন কর্মসূচি পালন করে।গন-অনশনে ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার কয়েক শ নেতা কর্মী উপস্থিত ছিলেন। ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দল তুলে ধরেছিল,তারা ক্ষমতায় আসলে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করবে। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে তুলে ধরেন ঐক্য পরিষদের নেতারা।
দুপুরে গন-অনশনের খবর পেয়ে ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করতে ছুটে আসেন, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা শাখার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শিক্ষাবিদ আব্দুল গাফফার।এসময় তারা দাবীগুলো সরকারের কাছে তুলে ধরার অঙ্গিকার বদ্ধ হয়ে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ’কে জুস,পানি খাইয়ে গন – অনশন ভাঙ্গান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, উপজেলা সভাপতি লিটন কর্মকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক জ্যোতিশ চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি নালবাবু রায়, প্রভাষক গনেশ চন্দ্র রায়,যুগ্ন সাধারণ সম্পাদক রনজিৎ রায়,ঐক্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ রায় প্রমূখ।
উপজেলা প্রাতিনিধি
জলঢাকা, নীলফামারী
০১৭৩৭০৭৬৭৩৭
তারিখঃ ২২/১০/২২
আপনার মতামত লিখুন :