সন্দ্বীপে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ।
প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৬:৫৫ অপরাহ্ন /
৩৪৬
সন্দ্বীপে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ।
কাউছার মাহমুদ দিদার সন্দ্বীপ-
গতকাল ২০ নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ -উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলার অসহায় দুস্থ মানুষের চিকিৎসার জন্য প্রতিবারে মতো এবারো ১৮ জন লোকের হাতে ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ে সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। এসময় উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, এমপি মিতার একান্ত সহকারী জাহাঙ্গীর আলম, সন্দ্বীপ পৌরসভার কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল পৌরসভা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার মাহমুদ দিদার সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :