সন্দ্বীপে গুপ্তছড়া – কুমিরা নৌ- রুটে  ভাড়া নির্ধারণের দাবী তে মানববন্ধন। 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন / ১১০
সন্দ্বীপে গুপ্তছড়া – কুমিরা নৌ- রুটে  ভাড়া নির্ধারণের দাবী তে মানববন্ধন। 
কাউছার মাহমুদ দিদার ।।
চট্টগ্রামের সন্দ্বীপ গুপ্তছড়া ও সীতাকুণ্ডের কুমিরা ফেরি ঘাটের  স্পীড বোট ভাড়া দুইশত টাকা এবং সার্ভিস বোটের ভাড়া একশত টাকা নির্ধারণ করার দাবী তে সন্দ্বীপ অধিকার আন্দোলন  উদ্যোগে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা কমপ্লেক্স সদরে  মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে একাততা পোষন করে সন্দ্বীপ ব্লাডডোনার ফোরাম।
এসময়  মানববন্ধনে বক্তব্য রাখেন  সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি  সিরাজুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ অধিকার আন্দোলন এর সভাপতি  হাসানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ ব্লাড ডোনাল্ড ফোরামের সভাপতি  টিপু সুলতান, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, অধিকার আন্দোলন এর  সদস্য মাস্টার আকবর, সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  বাদল রায় স্বাধীন।এসময়  বক্তারা বলেন  আগামী ২২ শে সেপ্টেম্বর ২০২৩- ২০২৪ অর্থ বছরে কুমিরা- গুপ্তছড়া ফেরিঘাট ইজারা  প্রদানের পরে  স্পীড বোট ভাড়া জনপ্রতি সর্বোচ্চ দুই শত টাকার মধ্যে  সীমাবদ্ধ রাখা, ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া যাত্রী জন প্রতি সর্বোচ্চ  একশত টাকার  নির্ধারণ করা।যাত্রী  হয়রানি বন্ধ করা, ইমার্জেন্সি রোগী পারাপার ও লাশ পরিবহনের  ২৪ ঘন্টা স্পীড বোট  লালবোট (লাইফবোট)  সহ অন্যান্য সার্ভিস চালু রাখার আহ্বান জানান।এ সংক্রান্ত দাবী তে গত ১৩ সেপ্টেম্বর সন্দ্বীপের স্হানীয় সংসদ  নৌ- পরিবহন  মন্ত্রণালয়ের  সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা কর্তৃক  সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ডিও লেটার প্রদান করায়  মানববন্ধন কর্মসূচি হতে বক্তারা ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানান।