শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৭:৪২ অপরাহ্ন /
৫৭৯
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –
মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভাষা সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রীপুর আঞ্চলিক বাহিনীর সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মণ্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা, হাসানুজ্জামান হান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফোজ মাওলানা ফয়সাল আলম দোয়া মাহফিল পরিচালনা করেন।
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :