শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৪, ২:২৭ অপরাহ্ন / ৩৪
শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল রবিবার বিকেলে উপজেলার কাওয়াকুড়ি গ্রামে একটি পুকুরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হল কাওয়াকুড়ি গ্রামের ভ্যানচালক আব্দুল হাইয়ের মেয়ে আছিয়া (৬) ও  ইটভাটা শ্রমিক আবু হানিফার ছেলে সারোয়ার হোসেন (৯)।

পারিবারিক সূত্র জানায় কাওয়াকুড়ি গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফা সপরিবারে নরসিংদীতে ইটের ভাটায় কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। রোববার বিকেলে খেলতে গিয়ে সবার অজান্তে পার্শ্ববর্তী বাড়ির রফিকুলের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করেন। খুঁজাখুঁজির একপর্যায়ে রফিকুলের পুকুর পাড়ে একজনের গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখে সন্দেহজনকভাবে পুকুরের পানিতে শিশুদের খুঁজতে থাকেন স্বজনরা। পরে ওই দুই শিশুর মরদেহ পুকুরের পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।