Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

“শীতের সকালে পঞ্চগড়”

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৩১১ Time View

“শীতের সকালে পঞ্চগড়”
মো: ইয়াকুব আলী পঞ্চগড় জেলা -প্রতিনিধি –
সারদিনের তীব্র গরম শেষে গভীর রাতে থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া সঙ্গে নামছে কুয়াশা। একদিকে যেমন শীতের আগমনে দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। গ্রামগঞ্জে শীতের সঙ্গে সঙ্গে সকালে ঘাসের ডগায় শিশির জমছে। কোথাও কোথাও হালকা কুয়াশার সঙ্গে যেন উঁকি মারছে শীত।
শীতের শুভ সকাল অনেক দিন পর একটু পায়চারী……
শীতকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে। কখনও কখনও কুয়াশার চাদর এত ঘন হয়ে যায় যে সূর্যের আলো না আসা পর্যন্ত তা পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে না। ফলে যোগাযোগ ব্যাহত হয় । আর এতে মানুষের অনেক কষ্ট হয়। মাঝেমধ্যেই সারাদেশে শীত পড়ছে। বাচ্চারা ঠান্ডা থেকে রেহাই পেতে রোদে খেলতে বের হয়। শিশির বিন্দু ঘাসের উপর পড়ে এবং সকালের রোদে পাতাগুলি মুক্তোর মতো দেখায়। এই দৃশ্য বিশ্বকে নতুন জীবন দেয়। ঘরে ঘরে খেজুরের রস বিক্রিতে ব্যস্ত খেজুর বিক্রেতারা। অন্যান্য ঋতুর তুলনায় শীতের দিন অনেক কম। শীতকালে, রাত শেষ হয় এবং সকাল একটু দেরী হয় এবং সন্ধ্যাও খুব তাড়াতাড়ি হয়। মধ্যাহ্নের সূর্য বিকেলের দিকে যত কমছে ততই অন্ধকার ঘনীভূত হয়।
শীতের সকাল রচনা বইয়ের টেবিলে বসে চাদরের বাইরে থেকে হাত বের করার চেয়ে শুয়ে গল্পের বই পড়ার মধ্যেই সুখ পাওয়া যায়। রাতের খাবারের পর, কম্বলের নীচে ঘুমান, এবং একটি নতুন সকালের প্রত্যাশায়, রাত আরও দীর্ঘ হচ্ছে। শুধু তাই নয়, পশুরাও অলস দিন কাটায়। ঠাণ্ডা থেকে বাঁচতে তারা সারাদিন ঘরে লুকিয়ে থাকে। কুকুর এবং বিড়ালছানা মানুষের বাড়িতে যায় এবং একটি উষ্ণ জায়গা খুঁজতে সেখানে লুকিয়ে থাকে। শীতে সারাদিন একটু অলসতায় কাটে তার। প্রকৃতির চেয়ে শীতের সকালে শীতের অনুভূতি বেশি হতে দেখা যায়।
মো: ইয়াকুব আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
মোবাইল ০১৭৭৩৪৪৪৭৪৭

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেরপুর হাইও‌য়ে পু‌লিশ ক‌্যাম্প প‌রিদর্শন কর‌লেন পু‌লিশ সুপার!

“শীতের সকালে পঞ্চগড়”

Update Time : ০৮:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

“শীতের সকালে পঞ্চগড়”
মো: ইয়াকুব আলী পঞ্চগড় জেলা -প্রতিনিধি –
সারদিনের তীব্র গরম শেষে গভীর রাতে থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া সঙ্গে নামছে কুয়াশা। একদিকে যেমন শীতের আগমনে দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। গ্রামগঞ্জে শীতের সঙ্গে সঙ্গে সকালে ঘাসের ডগায় শিশির জমছে। কোথাও কোথাও হালকা কুয়াশার সঙ্গে যেন উঁকি মারছে শীত।
শীতের শুভ সকাল অনেক দিন পর একটু পায়চারী……
শীতকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে। কখনও কখনও কুয়াশার চাদর এত ঘন হয়ে যায় যে সূর্যের আলো না আসা পর্যন্ত তা পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে না। ফলে যোগাযোগ ব্যাহত হয় । আর এতে মানুষের অনেক কষ্ট হয়। মাঝেমধ্যেই সারাদেশে শীত পড়ছে। বাচ্চারা ঠান্ডা থেকে রেহাই পেতে রোদে খেলতে বের হয়। শিশির বিন্দু ঘাসের উপর পড়ে এবং সকালের রোদে পাতাগুলি মুক্তোর মতো দেখায়। এই দৃশ্য বিশ্বকে নতুন জীবন দেয়। ঘরে ঘরে খেজুরের রস বিক্রিতে ব্যস্ত খেজুর বিক্রেতারা। অন্যান্য ঋতুর তুলনায় শীতের দিন অনেক কম। শীতকালে, রাত শেষ হয় এবং সকাল একটু দেরী হয় এবং সন্ধ্যাও খুব তাড়াতাড়ি হয়। মধ্যাহ্নের সূর্য বিকেলের দিকে যত কমছে ততই অন্ধকার ঘনীভূত হয়।
শীতের সকাল রচনা বইয়ের টেবিলে বসে চাদরের বাইরে থেকে হাত বের করার চেয়ে শুয়ে গল্পের বই পড়ার মধ্যেই সুখ পাওয়া যায়। রাতের খাবারের পর, কম্বলের নীচে ঘুমান, এবং একটি নতুন সকালের প্রত্যাশায়, রাত আরও দীর্ঘ হচ্ছে। শুধু তাই নয়, পশুরাও অলস দিন কাটায়। ঠাণ্ডা থেকে বাঁচতে তারা সারাদিন ঘরে লুকিয়ে থাকে। কুকুর এবং বিড়ালছানা মানুষের বাড়িতে যায় এবং একটি উষ্ণ জায়গা খুঁজতে সেখানে লুকিয়ে থাকে। শীতে সারাদিন একটু অলসতায় কাটে তার। প্রকৃতির চেয়ে শীতের সকালে শীতের অনুভূতি বেশি হতে দেখা যায়।
মো: ইয়াকুব আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
মোবাইল ০১৭৭৩৪৪৪৭৪৭