শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে নতুন করে মেঘনা লেডিস ফ্যাশন ” নামের প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
মোঃ নাহিদ উজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র কানসাট বাজারে পোষাক জগতে নতুন উদ্যোক্তা হিসাবে পথ চলা শুরু করলেন শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সামসুন্নাহার সোহানা। কানসাট বাজারে আর এম মাকেটে ১২ই অক্টোবর বিকালে ” মেঘনা লেডিস ফ্যাশন ” নামের প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। নিজে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অন্যকে কর্মমুখি করে গড়ে তোলা, অন্যের সফলতা আনতে উ্দ্বুদ্ধ করার লক্ষ্যে এ শুভ যাত্রার শুভ সুচনা করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কর্মহীনদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কর্মের অভাবে বাড়ছে বেকারত্ব। ফলে সমাজ, পরিবার সংসারে অশান্তির শেষ থাকেনা। ক্রমাগত অশান্তির কালো ছায়ার রোষানলে পড়ে কেউ হারাচ্ছে মানষিক ভারসাম্য, কেউবা বেছে নিচ্ছে আত্মহুতির মতো কঠিন কাজ। সামসুন্নাহার সোহানা সুস্থ মানুষিক চিন্তার বিকাশ ঘটিয়ে অন্যকে কর্মমুখি করে গড়ে তোলার মন মানুষিকতায় পোশাক জগতে উদ্যোক্তা হয়ে পথ চলা শুরু করলেন।
সামসুন্নাহার সোহানা বলেন, নারীদের জড়তা দুর করে গন্ডির ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমাজ, পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য স্বপ্নের আঁকা ছবি ” মেঘনা লেডিস ফ্যাশন” এর পথচলা শুরু করলাম।
এসময় তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই প্রথম কানসাট বাজারে নিরাপদে মেয়েদের কেনাকাটার চাহিদার উপর নির্ভর করে লেডিস ফ্যাশন এর পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক। ঈদ উৎসব, পুজা উৎসব সহ বিশেষ বিশেষ দিনে কেনাকাটার বাজারে জন সমুদ্রে পরিনত হয়। পা ফেলার ঠাঁই থাকেনা। চরম ভোগান্তিতে পড়তে হয় মহিলা ক্রেতাদের। মেঘনা লেডিস ফ্যাশন নারীদের নিরাপদে কেনাকাটার প্রতিষ্ঠান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সুধিমহল সুচিন্তিত মতামত প্রকাশ করেন।