“শিবগঞ্জ ইসরাইল মোড়ে উঠান বৈঠক এমপি’র মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম“
মোঃ নাহিদ উজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি –
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে উঠান বৈঠকে নামে জনতার ঢাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আর সেই উঠান বৈঠকে কানায় কানায় পূর্ণতা পায় সাধারণ জনগণের উপস্থিতিতি ।উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গনি জোহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু, মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডের সহ-সভাপতি আল মামুনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।এই সময় উঠান বৈঠকে স্লোগানে স্লোগানে মুখরিত হয় নজরুল ইসলামকে আগামী জাতীয় সংসদে এমপি হিসেবে দেখতে চাই এই শ্লোগানে ।কারণ তিনি করোনা কালীন সময়ে ও বিপদ-আপদে সবসময় একমাত্র নজরুল ইসলাম ভাই কে পাওয়া যায় তিনিই একমাত্র যোগ্য প্রার্থী বলে সবার হাত উঠিয়ে সমর্থন নেন পরে উঠান বৈঠকটি জনসমাবেশে পরিণত হয়েছিল।