“শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবিতে এমপি বাদশাকে অবাঞ্চিত ঘোষণা”
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ
রাবির শিক্ষার্থী শাহরিয়ার এর মৃত্যুর ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। আজ (রোববার ) সকালে রাবির প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন থেকে এ ঘোষণা দিয়েছেন। এর আগের দিন এমপি বাদশার উপস্থিতিতে মানববন্ধন থেকে রাবি শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা।
এর প্রতিবাদে আজ রাবির সাধারণ শিক্ষার্থীরা এমপি বাদশাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন। আগের দিন রাতেও সাধারণ শিক্ষার্থীদের অনেকেই ফেসবুকে এমপি বাদশার সমালোচনা করে তাকে রাবিতে অবাঞ্চিত ঘোষণা করার ডাক দেন। এদিকে এমপি ফজলে হোসেন বাদশা আজ দুপুর ২টায় সৃষ্টি জটিলতা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। নগরীর কোর্ট হড়গ্রামস্থ নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।
আপনার মতামত লিখুন :