Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৪২৭ Time View
 শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
কোভিট-১৯ করোনা ভাইরাস মহামারীর কারণে স্কুল বন্ধ থাকার দুই বছর পর আবারো শুরু হয়েছে বই উৎসব। ময়মনসিংহে ২০২৩ সালের নতুন বছরের প্রথম দিনেই জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের আয়োজন করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার (১ জানুয়ারি) সকালে নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্ৰধান অতিথি হিসাবে ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। আয়োজিত বই উৎসবে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ময়মনসিংহ জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৭১৯টি। এতে মোট শিক্ষার্থী ৭ লাখ ৩৩ হাজার ৪৪০জন। নতুন বইয়ের লক্ষ্যমাত্রা ৩৭ লাখ ৭২ হাজার। জেলায় মাধ্যমিকে ৯৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৩৮৬টি মাদরাসা এবং ৬১২টি উচ্চবিদ্যালয়ের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী লেখাপড়া করেন। তাদের মধ্যে ৭৮ লাখ বই বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের  পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র।
এ জি জাফর,  ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। রোববার(১ জানুয়ারি) সকালে  নগরীর বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।ওই সময়ে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মেয়র।
 প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বছরের প্রথম দিনে আমরা বই উৎসব উদযাপন করতে পারছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত করার লক্ষ্যে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ।
তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে, বিভিন্ন রকম বৃত্তি ও ভাতা দিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে ভালো ফলাফল করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  কাউন্সিলর(৯ নংওয়ার্ড) শীতল সরকার, এডহক কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেরপুর হাইও‌য়ে পু‌লিশ ক‌্যাম্প প‌রিদর্শন কর‌লেন পু‌লিশ সুপার!

 শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

Update Time : ০৬:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
 শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:
কোভিট-১৯ করোনা ভাইরাস মহামারীর কারণে স্কুল বন্ধ থাকার দুই বছর পর আবারো শুরু হয়েছে বই উৎসব। ময়মনসিংহে ২০২৩ সালের নতুন বছরের প্রথম দিনেই জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের আয়োজন করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার (১ জানুয়ারি) সকালে নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্ৰধান অতিথি হিসাবে ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। আয়োজিত বই উৎসবে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ময়মনসিংহ জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৭১৯টি। এতে মোট শিক্ষার্থী ৭ লাখ ৩৩ হাজার ৪৪০জন। নতুন বইয়ের লক্ষ্যমাত্রা ৩৭ লাখ ৭২ হাজার। জেলায় মাধ্যমিকে ৯৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৩৮৬টি মাদরাসা এবং ৬১২টি উচ্চবিদ্যালয়ের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী লেখাপড়া করেন। তাদের মধ্যে ৭৮ লাখ বই বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের  পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র।
এ জি জাফর,  ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। রোববার(১ জানুয়ারি) সকালে  নগরীর বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।ওই সময়ে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মেয়র।
 প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বছরের প্রথম দিনে আমরা বই উৎসব উদযাপন করতে পারছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত করার লক্ষ্যে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ।
তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে, বিভিন্ন রকম বৃত্তি ও ভাতা দিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে ভালো ফলাফল করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  কাউন্সিলর(৯ নংওয়ার্ড) শীতল সরকার, এডহক কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।