“শার্শার বাগুড়ি মহিলা কলেজ ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি”


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৬:৩৮ অপরাহ্ন / ৩০৯
“শার্শার বাগুড়ি মহিলা কলেজ ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি”
“শার্শার বাগুড়ি মহিলা কলেজ ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি”
আঃ জলিল.স্টাফ রিপোর্টারঃ-
যশোরের শার্শা উপজেলার বাগুড়ি সংলগ্ন  ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ আয়োজনে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতু একাডেমি ভবন শুভ উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত।
(২৬ শে অক্টোবর) বুধবার বেলা ১২ টার সময় যশোর শার্শার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সূধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ক্রুটি খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।জামাত বিএনপি আমলে দলীয় করনের কারনে শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার মান উন্নয়নকে ধ্বংসের মাঝে বিরাজমান রেখেছিলো।কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের শিক্ষা ব্যাবস্হা এক অভাবনীয় শাফল্যের অন্যোতম দিক বলে বিবেচিত। এর আগে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের নবনির্মিত ভবন ও কলেজ চত্বর ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। এদিকে শার্শার বাগুড়ির মাটিতে শিক্ষামন্ত্রীর আগমনে দলমত নির্বিশেষে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচছায় সীক্ত করেন কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও  শার্শার আপামর জনগন।
যশোর জেলা অতিঃপ্রশাসক হুসাইন সওকতের  সভাপতিত্বে এসময় সূধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক চায়না রাষ্ট্রদূত ফয়েজ আহমেদ, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,গোগা ইউনিয়ানের চেয়ারম্যান তবিবর রহমান তবি, বারপোতা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুল গফফার,ডিহি ইউনিয়ানের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ানের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, কেরালকাতা ইউনিয়ানের চেয়ারম্যান স.ম.ভিপি র্মোশেদ,বাগআঁচড়া ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুল খালেক,সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,কায়বা ইউনিয়ানের চেয়ারম্যান আলতাফ হোসেন,সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল উপজেলা যুবলিগের সভাপতি অহিদুজ্জামান  উপজেলার বিভিন্ন পর্যায়ের  সামাজি রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজও শিক্ষক প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রেরক,
আঃ জলিল