লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ১:১৭ অপরাহ্ন / ২১৬
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” শ্লোগান নিয়ে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় গণপূর্ত বিভাগ লালমনিরহাট, লালমনিরহাট জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে গণপূর্ত বিভাগ লালমনিরহাট হতে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় গণপূর্ত বিভাগ লালমনিরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদ, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) উম্মে সালমা রুমা, গণপূর্ত বিভাগ লালমনিরহাটের উপ-সহকারী প্রকৌশলী মোকাদ্দেছ আলী, আবু বক্কর ছিদ্দিক, সিরাজুল ইসলাম, রেজাউল করিম, অদ্বৈত কুমার রায়, আব্দুর রহমান, মোমাইনুল ইসলাম, সাব্বির হোসেন, অফিস সহকারী জাহিদুল হক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।