”লাইসেন্স না থাকায়,জরিমানা করলেন দশ হাজার টাকা”
মোহরম আলী,(চট্টগ্রাম) সীতাকুণ্ড প্রতিনিধি –
সীতাকুণ্ড বাজারে কৃষি বিপণন আইন ও মৎস্য আইন এর অধীনে লাইসেন্সবিহীন দোকানকে দশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বাজার মনিটরিং এর অংশ হিসেবে অদ্য রবিবার,(২৩শে,অক্টোবর)তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে সীতাকুণ্ড বাজারে কৃষি বিপণন আইন ও মৎস্য আইন এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম এর জেলা মার্কেটিং অফিসার জনাব রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দীন চৌধুরী,বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে লাইসেন্সবিহীন কৃষিপণ্য বিপণন ও বিক্রি করায় সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।তারমধ্যে কলার আড়ৎদার হারাধন সাহাকে দুই হাজার টাকা, দিলীপ কুমারকে দুই হাজার টাকা, তালিকা মূল্য না থাকায় চাল ব্যবসায়ী প্রদীপ চন্দ্র দাশকে তিন হাজার টাকা ও মুদি দোকানদার জামাল উদ্দীনকে তিন হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত সকলেই তাদের অভিযোগ স্বীকার করেন এবং দ্রুত কৃষিপণ্য বিপণন লাইসেন্স সংগ্রহ ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবেন বলে অঙ্গীকার প্রদান করেন।
আপনার মতামত লিখুন :