”রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য মোংলা বন্দরে”
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ৬:৫০ অপরাহ্ন /
২৬৪
রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য মোংলা বন্দরে
মেহেদি হাসান নয়ন,বাগেরহাট
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর তৃতীয় চালান নিয়ে মোংলা বন্দরে এসেছে রূপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় এই পণ্য নিয়ে ভানুয়াটু (দক্ষিণ আফ্রিকা) পতাকাবাহী ‘ এমভি আনকা সান’ জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এতথ্য জানায়।
বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘কনভেয়ার শিপিং এজেন্ট’ এর ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী জানান, যুদ্ধের পর এটি তাদের তৃতীয় চালান। এ চালানে ৬০১ প্যাকেজে এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিকটন মেশিনারি পণ্য এসেছে। বিকেল থেকে এসব পণ্য খালাস চলছে। এরপর সেগুলো শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রে পৌঁছাবে বলেও জানান তিনি।
এ বিদুৎ কেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার ‘নোভোরসিস’ বন্দর থেকে গত ৩০ সেপ্টেম্বর জাহাজটি ছেড়ে আসে। এর আগে ১ আগষ্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন এবং ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে আরও দুটি জাহাজ এই বন্দরে আসে।##
আপনার মতামত লিখুন :