“রূপগঞ্জে মুড়াপাড়া বাজার এলাকা থেকে র্যাব ১১, ডাকাত চক্রের মূল হোতা সুমনসহ গ্রেফতার ৬”
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়া বাজার এলাকা থেকে ডাকাত চক্রের মূল হোতা সুমনসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।
(২১/১০/২০২২) ইং শুক্রবার ভোররাতে মুড়াপাড়া বাজারের পাশে থাকা লিনা পেপার মিলের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবত ডাকাত চক্রের মূল হোতা সুমন ও তার সহযোগীদের নিয়ে লিনা পেপার মিলে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলো। পরে র্যাবঃ–১১ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তার বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
পরে ধরা পড়ে ডাকাত চক্রের মূল হোতা সুমন ও ডাকাতদলের সাথে থাকা সদস্য সাজু, আশিক, রুবেল, সুজন ও বাসুদেব তাদের কাছ থেকে উদ্ধার করা করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃ ডাকাত সদস্যের মূল হোতা সুমন জানায় তারা দীর্ঘদিন ধরে মুড়াপাড়া বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তাঃ- ২২-১০-২০২২ ইং
মোঃশাহিন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি