রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সোহানুর রহমান বাচ্চু (২৫) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে।
আটকৃত সোহানুর উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিক নগর গ্রামের আকরাম শেখের পুত্র।
তার বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ আদালতে সিআর ৭৪/২৩ নম্বরের একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ফয়লা বাজার এলাকা থেকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, সোহানুর একটি মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি। গতকাল তাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এবং আজ (২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।