রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে পশুপালন ভোগীদের মাঝে ছাগল, শুকুর,মুরগীসহ শীতকালীন সবজি বীজ বিতরণ।
মোঃ সুমন –
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল, শুকুর,মুরগী,গাবলাসহ শীত কালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। ২১শে নভেম্বর সোমবার সকালে কারিতাস কার্যালয়ে সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্যেগে বিভন্ন পাড়ার ২৮জন পশুপালন সুফল ভোগীদের চাহিদা অনুসারে ১৮টি ছাগল ও ১০টি শুকর ও ১১২টি দেশি মুরগী এবং ২৮টি গামলা ও শীতকালীন সবজিবীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃআরিফ ইসলাম, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চিরনজীব চাকমা,মাঠ কর্মকর্তা,সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাসে মাঠ কর্মকর্তা, সাধন কৃষ্ণ চাকমা।