রংপুর বিভাগে যারা যারা বিজয়ী হলেন


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ন / ৯৯
রংপুর বিভাগে যারা যারা বিজয়ী হলেন

নিজস্ব প্রতিবেদন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রংপুর বিভাগে যারা যারা বিজয়ী হলেন।
গতকাল ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর ২৯৯ আসনের মধ্যে ২২০টি আসনে বিজয় হয়েছে আওয়ামী লীগ।

ভোটের হার নিয়ে বিরোধীদের প্রশ্ন- বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট, অনিয়মের অভিযোগের মধ্যে নির্বাচন হয়েছে। 

নির্বাচন কমিশনের (ইসি) দাবি, ৪০ শতাংশ ভোট পড়েছে দ্বাদশ সংসদ নির্বাচনে।

বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জনে ক্ষমতাসীনদের বিজয় নিশ্চিত থাকলেও নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়টি ছিল মূল বিষয়।

রংপুর বিভাগ
রংপুর বিভাগের আট জেলার মোট ৩৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২টি, জাতীয় পার্টি ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে জয়ী হয়েছেন। পঞ্চগড়-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (১২৪৭৪২), নিকটতম স্বতন্ত্র আনোয়ার সাদাত সম্রাট (৫৭২১০); পঞ্চগড়-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি (১৮১৭২৫), নিকটতম লাঙ্গলের লুৎফর রহমান দিপন (৭৬২৭)।

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন এমপি (২০৫৩১৩), নিকটতম জাপার রেজাউর রাজী (১৩৯৪০); ঠাকুরগাঁও-২ বিজয়ী আওয়ামী লীগের মাজহারুল ইসলাম (১১৫৪১৬), নিকটতম স্বতন্ত্র আলী আসলাম জুয়েল (৫৭২৩৫); ঠাকুরগাঁও-৩ বিজয়ী জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি (১০৬৭১৪), নিকটতম স্বতন্ত্র অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (৬৪৮২১)।

দিনাজপুর-১ বিজয়ী স্বতন্ত্র জাকারিয়া (জাপা) (১১৫৫১৬), নিকটতম আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল এমপি (১০৬৪৯৯); দিনাজপুর-২ বিজয়ী আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি (১৭৩৯১২), নিকটতম স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন (১০৩৫৯); দিনাজপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের ইকবালুর রহিম বাবু এমপি (১০৮২৫৪), নিকটতম স্বতন্ত্র বিশ্বজিত কুমার ঘোষ (৫৪০৩৮); দিনাজপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এমপি (৯৬৪৪৭), নিকটতম স্বতন্ত্র তারিকুল ইসলাম (৬২৪২৪); দিনাজপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজার এমপি (১৬৭৪২৮), নিকটতম স্বতন্ত্র হযরত আলী বেলাল (২৬৪৮২); দিনাজপুর-৬ বিজয়ী আওয়ামী লীগের শিবলী সাদিক এমপি (১৮২৬৬৭), নিকটতম স্বতন্ত্র আজিজুল হক চৌধুরী (৮২৫১৫)।

নীলফামারী-১ বিজয়ী আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার এমপি (১১৯৯০২), নিকটতম জাতীয় পার্টির তসলিম উদ্দিন (২৪৬৬১); নীলফামারী-২ বিজয়ী আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর এমপি (১১৯৩৩৯), নিকটতম স্বতন্ত্র জয়নাল আবেদিন (১৫৬৮৪); নীলফামারী-৩ বিজয়ী স্বতন্ত্র সাদ্দাম হোসেন পাভেল (৩৯৩২৫), নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মার্জিয়া সুলতানা (২৫২০৫); নীলফামারী-৪ বিজয়ী জাতীয় পার্টির ছিদ্দিকুল আলম সিদ্দিক (৬৯৯১৪), নিকটতম স্বতন্ত্র মুখছেদুল মুমিন (৪৫৩০৯)।

লালমনিরহাট-১ বিজয়ী আওয়ামী লীগের মোতাহার হোসেন (৯৮৯০৩), নিকটতম স্বতন্ত্র আতাউর রহমান প্রধান (৭৪০৩২); লালমনিরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ এমপি (৯৭২৪০), নিকটতম স্বতন্ত্র সিরাজুল হক (৫০৫০০); লালমনিরহাট-৩ বিজয়ী আওয়ামী লীগের মতিয়ার রহমান (৭৬৪০১), নিকটতম স্বতন্ত্র জাবেদ হোসেন (১২৮০৮)। 

রংপুর-১ বিজয়ী স্বতন্ত্র আসাদুজ্জামান বাবলু (৭৩৯২৭), নিকটতম স্বতন্ত্র মসিউর রহমান রাঙ্গা (২৪৩৩২); রংপুর-২ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি (৮১৫৯৯), নিকটতম স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটু (৬১৫৮৩); রংপুর-৩ আসনে বিজয়ী জাতীয় পার্টির জি এম কাদের (৮১৮৬৮), নিকটতম স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানী (২৩৩২৬)। 

রংপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের টিপু মুনশি এমপি (১২১৮৯৩), নিকটতম জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল (৪১১২৫); রংপুর-৫ বিজয়ী স্বতন্ত্র জাকির হোসেন সরকার (১০৯৭০৯), নিকটতম আওয়ামী লীগের রাশেক রহমান (৭৪৫৯০); রংপুর-৬ বিজয়ী বিজয়ী আওয়ামী লীগের ড. শিরীন শারমিন চৌধুরী (১০৮৬৩৫), নিকটতম স্বতন্ত্র সিরাজুল ইসলাম (৩৬৮৩২)।

কুড়িগ্রাম-১ বিজয়ী জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান (৮৮৪০৫), নিকটতম জাকের পার্টির আবদুল হাই (৬১১২৩); কুড়িগ্রাম-২ বিজয়ী স্বতন্ত্র ডা. হামিদুল হক খন্দকার (১০১৯২৯), নিকটতম জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ এমপি (৪৭১০০); কুড়িগ্রাম-৩ বিজয়ী আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা (৫৪৪৪৯), নিকটতম স্বতন্ত্র আক্কাস আলী সরকার (৩৪৩৬০); কুড়িগ্রাম-৪ বিজয়ী আওয়ামী লীগের বিপ্লব হাসান পলাশ (৮১১৩২), নিকটতম স্বতন্ত্র মজিবুর রহমান বঙ্গবাসী (১২৬৫২)। 

গাইবান্ধা-১ বিজয়ী স্বতন্ত্র প্রকৌশলী নাহিদ নিগার (৪৪৪৮৯), নিকটতম জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (২৪৩১৯); গাইবান্ধা-২ বিজয়ী স্বতন্ত্র শাহ সারোয়ার কবীর (৬৪১৯০), নিকটতম জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (৬১০৩৭); গাইবান্ধা-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি (৪১১১৬), নিকটতম স্বতন্ত্র মফিজুল হক সরকার (২২৮১২); গাইবান্ধা-৪ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (২০১১৭১), নিকটতম স্বতন্ত্র প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী (২৭৪৫০); গাইবান্ধা-৫ বিজয়ী আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন এমপি (১০৮০৩৯), নিকটতম স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (৬৩৬০৮)।