“যশোরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা জনসুমুদ্রে পরিণত হবে ……. এমপি শাহীন চাকলাদার”
রনি হোসেন, কেশবপুর –
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা জনসুমুদ্রে পরিণত হবে। যশোরের জনসভার মাধ্যমে ২০২৩ সালের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ জনসভার মাধ্যমে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ কোনো দুর্বল দল নয়। আওয়ামী লীগই মাঠে থাকবে। বিএনপি-জামায়াত মাঠে থাকবে না। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে। শনিবার বিকালে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভার প্রস্তুতি বিষয়ে পৌরসভার সভাকক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেশশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ^াস, শাহাদাৎ হোসেন, শেখর রঞ্জন দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অলিয়ার রহমান, আব্দুল আলিম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শামছুন্নাহার লিলি, মশিয়ার দফাদার, আব্দুর রশিদ, জি এম মিজানুর রহমান মিল্টন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, আওয়ামী লীগনেতা লতিফুল কবির মনি, আমানুর রহমান খান, আব্দুল লতিফ রানা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনুরানী হালদার প্রমুখ। মতবিনিময় সভায় কেশবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
“প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গিলবার্ট নির্মল বিশ্বাসের ঝিকরগাছায় মতবিনিময়”
শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
চলো চলো যশোর চলো, শেখ হাসিনার সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা পৌরসদরের ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর হঠাৎপাড়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন লিফলেট বিতরণ করা হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস।
এসময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন, আগামী ২৪শে নভেম্বর উন্নয়ন মাতা, সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষ্যে ও যশোর জেলা আওয়ামীলীগের বিশাল জনসভা সফল করার লক্ষ্যে আমরা মুজিব সেনারা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর।
গতকালের কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হান, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ ঝিকরগাছা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক আলিমুল মৃধা, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শাহিন কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মিনাল দত্ত, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম, ঝিকরগাছা তাতীলীগের যুগ্ম সম্পাদক মন্টু হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগ নেতা ইয়াসিন আলী, সবুজ হোসেন, যুবলীগ নেতা মাসুদ, জনি হোসেন, ছাত্রলীগ নেতা পিয়াস সহ আরো অনেকে।
কেশবপুরের গড়ভাংগায় আহাদুল্লাহ সৃতি
ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় বাজার ব্যবসায়ী ফুটবল একাদশকে হারিয়ে মোটরসাইকেল ফুটবল একাদশ জয়লাভ করে। (উপরে)ফাইনাল খেলার চাম্পিয়ান দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বিন্দু। (নিচে) দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই।